বিষয় সমূহ
লেখকসমূহ

আবদুশ শাকুর

আবদুশ শাকুরঃ জন্ম নােয়াখালী জেলার সুধারাম থানার রামেশ্বরপুর থামে, ২৫ শে ফেব্রুয়ারি ১৯৪১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ এম, এ, হল্যান্ডের আই এস, এস থেকে অর্থনীতিতে এম, এস। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা , পাকিস্তানের সিভিল সার্ভিসে যােগদান এবং বাংলাদেশ সরকারের সচিব হিসাবে অবসরগ্রহণ। পড়াশােনা করেন বিবিধ বিষয় এবং নানান ভাষায়। লেখেন গল্প, উপন্যাস, নাটক, রচনা, প্রবন্ধ । ১৯৭৯ সালে বাংলা একাডেমী অ্যাওয়ার্ড ‘পান ছােটগল্পের জন্য। পশ্চিমবঙ্গ থেকে ২০০৩ সালের ‘অমিয়ভূষণ পুরস্কার পান। গল্পসমহর জন্য । ১৪১০ বাংলা সনে প্রথম আলাে বর্ষসেরা বই ‘ পুরস্কার পান মননশীল প্রবন্ধগ্রন্থ ‘গোলাপসহর জন্য । তার প্রবন্ধগ্রন্থ মহামহিম রবীন্দ্রনাথ ‘প্রকাশ করে বাংলা একাডেমী এবং সঙ্গীত সংবিৎ ‘শিল্পকলা একাডেমী ।

আবদুশ শাকুর

14 টি আইটেম পাওয়া গিয়েছে।