বিষয় সমূহ
লেখকসমূহ

আনোয়ার কবির

আনোয়ার কবির পাঠকমহলে একটি পরিচিতি নাম। লেখক, সাংবাদিক ও গবেষক হিসেবে তিনি সুপরিচিত। দেশের প্রায় সকল শীর্ষস্থানীয় পত্রিকায় তিনি নিয়মিত লিখে থাকেন। বিশেষ করে সামরিক বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে লেখালেখির জগতে তিনি অগ্রগণ্য। বর্তমানে তিনি উপপরিচালক পদমর্যাদায় সম্পাদক হিসেবে সরকারি কর্মকর্তা।

এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থগুলো : ‘জিয়া হত্যা সমরাস্ত্র ও অন্যান্য প্রসঙ্গ’, ‘ফাঁসির মঞ্চে কর্নেল তাহের; একটি অজানা কাহিনী’, ‘স্ববিরোধিতায় আক্রান্ত দেশ’, ‘২০ মে ’৯৬ সেনাবাহিনীতে সংঘটিত ঘটনার নেপথ্যে’, ‘টেন এক্সক্লুসিভ’, ‘সশস্ত্র বাহিনীতে গণহত্যা’।

আনোয়ার কবির

Showing the single result