শিরোনাম | ফেসবুক ফ্যান্টাসি |
---|
“ধরণীর তলে গগনের গায়
সাগরের জলে, অরণ্য- ছায়
আরেকটুখানি নবীন আভায়
রঙিন করিয়া দিব।
সংসার- মাঝে দু’ একটি সুর
রেখে দিয়ে যাব করিয়া মধুর
দু- একটি কাঁটা করি দিব দূর
তারপর ছুটি নেব।”
রাজিক হাসান কেন লেখেন, তা আমার উপলব্ধিতে, রবীন্দ্রনাথের এই কবিতাংশের মধ্যে প্রকাশ পেয়েছে চমৎকারভাবে, অর্থাৎ তাঁর প্রিয় পৃথিবীকে, মৃত্যুর আগে, আরও সুন্দর ক’রে রেখে যাওয়ার প্রেষণাই এই সত্যসন্ধানীকে তাড়িত করে লেখায়। ফেইসবুকে তাঁর লেখা পড়তে পড়তেই পরিচয় ঘটে তাঁর সাথে এবং এক সময় তাঁর লেখা আমার জন্য হয়ে ওঠে এক জ্ঞানের উৎস। সত্য ও সুন্দরের সাধনায় নিমগ্ন, শ্রেয়বোধে ও কল্যান চেতনায় ঋদ্ধ রাজিক হাসান জ্ঞান অন্বেষণের ও জ্ঞান বিতরণের যে মহৎব্রত গ্রহণ করেছেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। আমি নিশ্চিত রাজিক হাসানের এ গ্রন্থটি পাঠককে নিয়ে যাবে অনেকদূরে, অনেক গভীরে যেখান থেকে পাঠক হয়ে উঠবে এক অন্য মানুষ, তাঁর মস্তিষ্কে সৃষ্টি হবে নতুন তরঙ্গ আর হৃদয়ের মধ্যে বয়ে যাবে আনন্দধারা, যা আমাদের এই ‘নষ্ট সময়ে’ খুব দরকার।
Reviews
There are no reviews yet.