রফিক আজাদ একজন বাংলাদেশী কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক। তার মননে,সৃজনে এবং লেখনীতে আছে বিশাল ব্যাপক এক কৃষি পটভূমি, ধারাবাহিক এক স্মৃতি-পরম্পরা সমগ্র বাঙালী সত্তার। সর্বাংশে আধুনিক হ’য়েও আবহমান বাঙলার মৃত্তিকায় গভীরভাবে প্রোথিত তাঁর আবেগ; আহত হ’য়ে, আঘাতপ্রাপ্ত হ’য়ে মাঝেমধ্যে অসম্ভব রূঢ় বটে তাঁর উচ্চারণ, কিন্তু গ্রাম্যতা বা স্থূলতা তাঁকে আশ্রয় করে বেড়ে উঠতে পারে না; সর্বাংশে নাগরিক হ’য়েও তিনি চান—জলের গভীরে জ্যোৎস্না, বিরল বসতি, সমূহ সারল্য, লাঙলের ফলপ্রসূ ফলা, নিধুয়া পাথার, লিলুয়া বাতাস, তৃণের লাবণ্য, পলিময় বীজতলা, কুয়োর মতন দৃষ্টি, পরিচ্ছন্ন হ্রদ, ব্যাপক খামারবাড়ি, লাবণ্যের ধারাবাহিকতা— শাস্তিচ্ছায়াঘন এক আদিম অরণ্য। বহিরঙ্গে নাগরিক তিনি, অন্তরঙ্গে অতৃপ্ত কৃষক- দুই মলাটের মধ্যে এই দুই বৈপরীত্যে রফিক আজাদ ধরা দেন তাঁর পাঠকের কাছে।
Reviews
There are no reviews yet.