শিরোনাম | মিছিল |
---|
কোন এক চলচিত্রে শুনেছিলাম ক্ষমতা এমনি এক শক্তি,বস্তির দায়িত্বে থাকলেও অপব্যবহার হবে। কথাটা কি সত্যি ? চিন্তা ভাবনা করলে দেখা যায় জীবনের শুরু থেকে যদি ক্ষমতার অপব্যবহারের দৃশ্যকেই সত্য হিসেবে প্রচার হতে থাকে তাহলে ক্ষমতাকে অপব্যবহারই মনে হবে। রাজনীতি বিষয় নিয়ে আমার কিছু ব্যক্তিগতো ধারানাঃ ভালো চিন্তার মানুষেরা রাজনীতিকে খুব করে এড়িয়ে চলে বলেই সময়,পরিস্থিতি বার বার বিপদে পরছে আর সমাজের সব উদারের জায়গাগুলোতে বসে শাসন করছে লোভী,ভন্ড এবং কিংকর্তব্যবিমূঢ় প্রানগুলো। সময় বিপদে পরেছে বলে সব ভালোরা পড়াশোনা করে শুধু জীবন চালানোর জন্য যে পথে কোন বিপদ নেই সেখানে বসে কলম ঘুড়াবে আর বলবে যে দেশটা ভালো চলছে না এ রাজনীতিবিদ এটা করেছে ঐ রাজনীতিবিদ ওটা কেনো করলো ? কথার ফাঁকে ফাঁকে যখন আমি এই কথাগুলো শুনি তখন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথাটার একটাই তাৎপর্য খুঁজে পাই যে যেদিকে পরিশ্রম করবে সে সেই ফলাফলের উপর খাঁড়াভাবে দাঁড়িয়ে শাসন করবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্যে নতুন নতুন আবিষ্কারের উদ্দ্যেশে যাদের প্রান কাঁদে তাদের চোখ দিয়ে রাজনীতিকে দেখার খুব ইচ্ছে। অবিবাহীত অবস্থায় কোন নারি-পুরুষ অতরঙ্গ হলে যদি চরিত্র শেষ হয়ে যায়। রাজনীতিও ঠিক তেমনি কোন অসৎ লোকের হাতে পরলে রাজনীতির মূল উদ্দেশ্যে থাকা গেলেও গন্তব্যে পৌছানো কোন কালেও সম্ভব না । তখন সব দিক থেকে তাঁরই জয় হবে সর্ব দিক থেকেই তাঁর নিজেরই উন্নয়ন হতে থাকবে।
Reviews
There are no reviews yet.