শিরোনাম | সুন্দরের চোখে জল |
---|---|
ISBN | 9789845112079 |
একটা বিষন্ন সুন্দর মুখ। শ্রাবণ ধারায় ভিজে যাওয়া মাটির মতাে । হৃদয় কাঁপানাে দুটো নিস্পাপ ঠোঁট , ঠোঁটের কোণে এক টুকরাে মন খারাপ লেগে আছে। কি ভীষণ নিস্পাপ এক চাহনি! সিক্ত চা পাতার মতাে দুটো সতেজ চোখ। যেন দুচোখে সমুদ্র নিয়ে ঘুরে বেড়ায় । শান্ত অথচ বিশাল, বিষন্ন অথচ সুন্দর । রমণীয় চোখ দুটিতে কোনাে ভাষা নেই। পাপড়ি তুলে যখন শান্ত দৃষ্টিতে তাকায় , বুকের ঠিক মধ্যিখানে উচ্চতাজনিত ভয়ের মতাে বুকটা শূন্য হয়ে যায়। হাহাকার করে, কি যেন নাই নাই একটা অভাব চেপে বসে গলার ভেতর । অথচ আমার তাে কোনােকিছুই হারানাের ছিলাে না। রমণীর কণ্ঠস্বর ওরা কেউ কখনাে শােনেনি । লোকজন বলাবলি করে মেয়েটা নাকি কথা বলতে পারে না। অথচ সেদিন রাতে আমাকে দারুণভাবে চমকে দিয়ে সে জিজ্ঞেস করেছিলাে , ‘ পুষ্টিবিদ সাহেব, কি খেলে দুঃখ কমে ? আমি উত্তর দিতে পারিনি। শুধু ট্রেনের জানালায় রাখা মেয়েটির উদাস মুখের দিকে তাকিয়ে দেখেছিলাম, চোখে মেঘ জমেছে। জল রঙে আঁকা পানির মতাে নরম মে ।
Reviews
There are no reviews yet.