বাংলাদেশে সড়ক ব্যবহারের মৌলিক নিয়ম-কানুন জানা এবং সাধারনত ট্রাফিক আইন মেনে না চলার কারণে সড়ক ব্যবস্থায় সার্বিকভাবে মারাত্মক বিশৃংখলা হচ্ছে, যানজট হচ্ছে, প্রতিনিয়ত মারাত্বক দুর্ঘটনা ঘটছে, এবং ব্যাপকভাবে সড়ক ব্যবস্থার অপব্যবহার হচ্ছে। বাংলাদেশের চলমান প্রেক্ষিতে সড়ক ব্যবহারের মৌলিক নিয়ম-কানুন জানা এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য ব্যাপক জনসচেতনতা দরকার। বইটি বিশেষভাবে সকল যানচালক (ড্রাইভার) ও গাড়ীর মালিকগন, ড্রাইভিং ট্রেনিং স্কুল, পুলিশ ট্রেনিং সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠানসহ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদনকারী সকলের জন্য বইটি সহায়ক হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ বইটি ব্যবহার করে ছাত্র-ছাত্রীদেরকে সড়ক ব্যবহারের মৌলিক নিয়ম – কানুন জানানাে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করার যথাযথ উদ্যোগ নিতে পারেন। লেখক বাংলাদেশে ‘রােড সেফটি ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিষয়ে রােডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, বিআরটিএ ও পুলিশ বিভাগকে প্রয়ােজনীয় কারিগরি সহায়তা দেয়ার জন্য নিয়ােজিত ১১ সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ কনসালটেন্ট দলের টিম লিডার (Team Leader) হিসেবে ইতােপূর্বে কাজ করেছেন। সড়ক ব্যবহারের আইন, বিধিমালা ও নিয়মাবলি বইটি বিশেষভাবে জনসচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।
Reviews
There are no reviews yet.