গত কয়েক শতাব্দীতে জ্ঞান – বিজ্ঞানের বিভিন্ন শাখায় সার্বিকভাবে যে অগ্রগতি সাধিত হয়েছে , এবং বিশেষত আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগের মাধ্যমে যত দ্রুততার সাথে বিশ্বের এক স্থান থেকে অন্য যে কোন স্থানে তথ্যের আদান – প্রদান সম্ভবপর করা গেছে , তা বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার পারস্পরিক নির্ভরশীলতাকে আগের চেয়েও অনেক বাড়িয়ে দিয়েছে । এ ছাড়া বর্তমান বিশ্ব মানুষের নিজের সৃষ্ট ও প্রকৃতির হুমকিজাত যে সকল মারাত্মক সমস্যা দ্বারা আক্রান্ত তা মোকাবেলা করতে কোন রাষ্ট্রের একক প্রচেষ্টা তেমন কার্যকরী নয় , বরং এ জন্য প্রয়োজন বিভিন্ন জাতির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ও সহমর্মিতা ।
আন্তর্জাতিক সম্পর্ক নামক অধীতব্য বিষয়টি মানুষের আচরণের এ বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করে বলেই বিষয়টির গুরুত্ব অনস্বীকার্য ।
“আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি” – বইটিতে লেখক মোঃ আবদুল হালিম ধারণাগত ও তত্ত্বগত দিক থেকে এগুলোর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন।
অধীতব্য বিষয়টির প্রকৃতি,পরিধি,দৃষ্টিভঙ্গি,বিশ্লেষণের পর্যায় ও পাঠের পদ্ধতির উপর আলোকপাত করা হয়।
Reviews
There are no reviews yet.