শিরোনাম | এফ স্কট ফিটজেরাল্ড দ্য গ্রেট গ্যাটসবি |
---|---|
লেখক | লায়লা ফারজানা |
প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
ISBN | 9789849886068 |
পৃষ্ঠা | 222 |
সংস্করণ | 1st Edition February 2024 |
দেশ | Bangladesh |
ভাষা | Bangla |
অলৌকিক সবুজ আলোর দিকে হাত মেলে এক অদ্ভুত ঘোরে ডুবে থাকে প্রেমিক পুরুষ গ্যাটসবি। তার প্রতিবেশী নিক ক্যারাওয়ে ‘আমেরিকান স্বপ্ন’ পুরণ করতে মধ্য-পশ্চিম থেকে পাড়ি জমিয়েছে নিউ ইয়র্কে। রহস্যময় ধনী গ্যাটসবির সঙ্গে পরিচিত হয়ে পাল্ টে যায় তার জীবন। গ্যাটসবির অট্টালিকায় হর-রোজ চলে রাজকীয় পার্টি। জুয়াড়ী থেকে বিজনেস ম্যাগনেট, গ্যাংস্টার থেকে রকস্টার, ফিল্মস্টার থেকে রাজনীতিবিদ, ক্যাবারে, ফ্রিস্কো, জ্যাজ, রু কী নেই সেই পার্টিগুলোতে। কিন্তু কেন এই অঢেল আয়োজন? আর এই বিপুল বৈবভের উৎসই বা কী? ফেলে আসা অতীত? প্রেম? দুঃসহ বেদনার স্মৃতি?
কাব্যিক এবং কৌতুকময় কটাক্ষে লিখিত দ্য গ্রেট গ্যাটসবি, এফ স্কট ফিটজেরাল্ডের তৃতীয় বই, যা তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ কৃতিত্ব এনে দেয়। ১৯২৫ সালে প্রথম প্রকাশিত, জ্যাজ যুগের এই অসাধারণ উপন্যাসটি পাঠকদের দ্বারা বহুল প্রশংসিত। রহস্যময়ভাবে ধনী জে গ্যাটসবি, অনিন্দ্য সুন্দরী ডেইজি বুকাননের প্রতি তার প্রেম, নিউ ইয়র্কের লং আইল্যান্ডের প্রেক্ষাপটে এমন এক সময়ে লেখা যা যা কে দ্য নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছিল ‘জিন ছিল জাতীয় পানীয় এবং যৌনতা ছিল জাতীয় আবেশ।’ উপন্যাসটি ১৯২০-এর দশকের আমেরিকার একটি চমৎকার গল্প এবং আমেরিকান তথা ইংরেজি সাহিত্যের অন্যতম সম তােরা উপন্যাস হিসাবে বিবেচিত।
Reviews
There are no reviews yet.