শিরোনাম | বাংলাদেশে ভূমি-রাজস্ব ব্যবস্থা ৩য় খণ্ড |
---|---|
ISBN | 9844102073 |
বাংলাদেশে ভূমি-রাজস্ব ব্যবস্থা
প্রায় ১৪ / ১৫ শ পৃষ্ঠার এই বিশাল গবেষণাকর্মে লেখক বস্তুত বাংলাদেশের ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব ব্যবস্থার ইতিহাস — প্রাচীন ও মধ্যযুগ তথা মৌর্য , গুপ্ত , পাল , সেন , সুলতানি , মােগল , নবাব প্রভৃতি আমল থেকে শুরু করে আধুনিককাল অবধি সামগ্রিক প্রেক্ষিতটি তুলে ধরার চেষ্টা করেছেন । এখানে অবশ্য নবাব মিরকাশিম পর্যন্ত ( ১৭৬৩ ) সময়ের ভূমিরাজস্ব ব্যবস্থার ইতিহাস বিধৃত । প্রাচীন ও মধ্যযুগে বাংলায় কী ধরনের ভূমিরাজস্ব বা করব্যবস্থা প্রচলিত ছিল , রাজস্বের হার ও পদ্ধতি , রাজস্বপ্রদানের সময় , কিস্তির সুযােগ ইত্যাদি সম্পর্কে যেমন বিস্তারিত আলােচনা করেছেন , তেমনি এই দুই যুগের ভূমিরাজস্ব , প্রশাসনিক ব্যবস্থা ও দৈনন্দিন সাধারণ প্রশাসনের সঙ্গে তার সম্বন্ধ – নির্ণয়ের চেষ্টা , এক শাসকবংশের সঙ্গে পরবর্তী শাসকগণের অনুসৃত ব্যবস্থা ও পদ্ধতির তুলনামূলক পর্যালােচনা উপযুক্ত তথ্য প্রমাণ বিশেষত লিপি – অনুশাসনের ভিত্তিতে ও আধুনিক ঐতিহাসিক – গবেষকদের আলােচনা সমালােচনা সহযােগে বিস্তারিত তুলে ধরতে প্রয়াস পেয়েছেন । বলা যায় বাংলার ভূমিরাজস্ব – ব্যবস্থা ও ভূমিরাজস্ব প্রশাসনের এ এক সুবিস্তৃত ও অনুপুঙ্খ ইতিহাস ।
Reviews
There are no reviews yet.