শিরোনাম | রুশ রস |
---|
রুশ কৌতুকই পৃথিবীর সেরা-সে দাবি না করে বলি, রুশ কৌতুকের প্রতি আমার স্পষ্ট পক্ষপাত আছে। এখন ব্যক্তিগত এই পক্ষপাতটিকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করা যাক।
কৌতুকের ক্ষেত্রে আমার ব্যক্তিগত পছন্দ এরকম : আকারে হ্রস্ব প্রায়শই ইঙ্গিতবহ, বিষয়বৈচিত্র্যের ব্যাপকতা, কল্পনার বিস্তৃতি, বক্তব্যের সূক্ষ্মতা…. ইত্যাদি ইত্যাদি। অনেক রুশ কৌতুকে এসবের সম্মিলন লক্ষ্য করি বলেই আমার এই পক্ষপাত।
এই বইয়ে সংকলিত বেশ কিছু কৌতুক প্রথম আলোর সাপ্তাহিক রম্য ম্যাগাজিন রস+আলো-এর ‘রুশ রস’ পাতায় প্রকাশিত হয়েছে।তবে বইটি প্রকাশের পরিকল্পনা, উদ্যোগ, আমাকে তাগাদা ও তাড়া দেয়া এবং প্রকাশনা প্রাসঙ্গিক সমস্ত ঝক্কি-ঝামেলার সঙ্গে রস+আলো সম্পাদক সিমু নাসেরের সম্পূর্ণ স্বেচ্ছাসংশ্লেষ স্বস্তিদায়ক নয় আমার জন্যে। আবার স্বস্তিদায়কও; প্রকাশনা সংক্রান্ত যে-কোনও ভুল-ত্রুটির জন্য নির্দ্বিধায় দোষারোপ করতে পারবো তাঁকে।
মাসুদ মাহমুদ
কিয়েভ, ইউক্রেন
Reviews
There are no reviews yet.